সাত্তার সভাপতি, শুকুমার সম্পাদক নির্বাচিত, রাজবাড়ীতে কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত-
- Update Time : ০৯:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’-শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার দুপুরে জেলা শহরের রেলগেট মুক্তমঞ্চে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চার বছর মেয়াদী রাজবাড়ী শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মন্ডলকে সভাপতি, শুকুমার সরকারকে সাধারণ সম্পাদক, পারভেজ সিকদার সিরাজকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি ঘোষনা করা হয়েছে।
জেলা কৃষক সমিতির সভাপতি মজিব আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সম্মেলন উপলক্ষে প্রথম পর্বের আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ এসএমএ সবুর। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন ও ফরিদপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ মানিক মজুমদার। বক্তৃতা করেন, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, আব্দুস সাত্তার মন্ডল, দাউদ খান, মজিবর রহমান, সুকুমার সরকার, ডাঃ তোফাজ্জেল হোসেন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়