রাজবাড়ীতে বহিস্কার ৩, একটি বাড়ী একটি খামার প্রকল্পের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
- / ৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় অংশ গ্রহণ করা কালিন সময়ে অনৈতিক ভাবে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে ৩ জনকে বহিস্কার করা হয়েছে।
জানাগেছে, গতকাল রাজবাড়ী জেলা শহরের ১৪টি কেন্দ্রে একটি বাড়ী একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারী পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার ওই দু’টি পদে ৯ হাজার ৩শত ৬১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র গুলো জেলা প্রশাসক শওকত আলী ও পুলিশ সুপার সালমা বেগম পিপিএমসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা পরিদর্শন করেন।
রাজবাড়ীর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া ইসলাম লুনা জানান, রাজবাড়ী সরকারী টাউন মক্তব প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ওই পরীক্ষা শুরুর পর মাইকিং করে এবং প্রতি রুমে মোবাইল ফোনসহ অন্যান্য কোন কিছু না রাখতে পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়। অথচ ওই কেন্দ্রের ৩জন পুরুষ পরীক্ষার্থী, পরীক্ষা শুরুর আধা ঘন্টা পরও তাদের মোবাইল ফোন জমা না দিয়ে অনৈতিক ভাবে তারা কথা বলে। যে কারণে তাদের বহিস্কার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়