রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচারণা –
- Update Time : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
- / ১০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৩১ জানুয়ারী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীরা ইতিমধ্যে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার রাতে সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন আইনজীবিদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন আওয়ামী আইনজীবি পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবি পরিষদের যৌথ প্যানেল মামুন-রফিক-বাচ্চু পরিষদের প্রার্থীরা। প্রচারনায় অংশ নিয়েছেন পরিষদের সভাপতি প্রার্থী মো. শফিকুল আজম মামুন, সহ সভাপতি প্রার্থী মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক খোন্দকার হাবিবুর রহমান (বাচ্চু), সহ সম্পাদক মো. ফারুক আল মোজাহীদ, মো. আরব আলী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আলী মৃধা, সদস্য মো. আব্দুস সাত্তার, শেখ মো. মেহেদী হাসান, মো. রফিকুল ইসলাম (রফিক), মো. সোহেল রানা ও খান মো. জহুরুল হক। এ সময় তারা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন।
জানা গেছে, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০টা থেকে। আর শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে অপর প্যানেল হচ্ছে বিএনপি সমর্থিত লিয়াকত-বারি পরিষদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়