রাজবাড়ীর কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত –

- Update Time : ১০:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষার মানোন্নায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করলেন কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা’য়েরা। কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনা বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী এর সহযোতিগায় বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মা সমােেশ এ অঙ্গীকর করেন তাঁরা।
সনাক সদস্য প্রফেসর মো: নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী জেলার জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমিরুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মো: আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রখেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন। সমাবেশে আরও বক্তব্য রাখেন কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুন ও স্বজন সদস্য কাজী শামসুল ইসলাম। বিগত অভিভাবক সমাবেশ এর ফলোআপ উপস্থাপন করেন টিআইবি রাজবাড়ীর এরিয়া ম্যানেজার মো: আবু তাহের। এর পর মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত মায়েরা অংশগ্রহণ করেন। সমাবেশে উপস্থিত মায়েরা ঝরে পড়া রোধে পদক্ষেপ ও শিক্ষার্থী বৃদ্ধি, শিক্ষকদের শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন, বিভিন্ন ইভেন্ট এর নামে অতিরিক্ত টাকা/চাঁদা আদায়, এসএমসি’র কার্যকারিতা বৃদ্ধি ও সদস্যদের উপস্থিতি নিশ্চিত করণ, মনিটরিং বোর্ড হালনাগাত করণ ও তথ্য বোর্ড, গুনগত শিক্ষা, বিভিন্ন উন্নয়ন তহবিলের বরাদ্দ ও ব্যবহার, দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তা/চহিদার ভিত্তিতে তথ্য প্রদান, অবকাঠামো সুবিধা, কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা, শিক্ষকদের উপস্থিতি ও পাঠদান, তথ্যের অবাধ প্রবাহ, বিদ্যালয়ের বিভিন্ন সেবা সম্পর্কে অভিভাবকদের সচেতনত বৃদ্ধি, শিশুদের প্রতি যতœবান হওয়া, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের ফলাফল, পরীক্ষাসহ বিভিন্ন ফি, সুপেয় পানি ও টয়লেট সুবিধা সহ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মায়েরা প্রশ্ন ও প্রস্তাবনা রাখবেন। উপস্থিত অভিভাবকদের মধ্যে বিউটি বেগম, মাহিনুর বেগম, শিউলী খাতুন, বিউটি খাতুন, রীনা বেগম, শামেলা বেগম, ফাতেমা বেগম, রেহেনা জাহাঙ্গীর শেক, মো: আলম মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মা’দের ভূমিকা রখতে হবে। তিনি বলেন শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৪/৫ ঘন্টা বিদ্যালয়ে থাকে, দিনের বাকী সময় তারা তাদের মা,বাবার কাছে থাকে। শিক্ষার্থীদের ভাল ফলাফলের বিষয়ে মা, বাবার ভূমিকা অপরিসীম, বিশেষ করে মা’য়ের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। মায়েরা সচেতন হলেই সন্তানেরা ভাল ফলাফল করা সম্ভব। তিনি উপস্থিত সকল মাকে তাদের সন্তানে প্রতি আরও যন্তবান হওয়ার আহবান জানান। সমাপনী বক্তব্যে সভার সভাপতি প্রফেসর নুরুজ্জামান মা’দের বিদ্যালয়ের সাথে যোগাযোগ বৃদ্ধি করা ও কোন সমস্যা হলে বিদ্যালয়ের শিক্ষকদেও সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য এসএমসি’র সদস্যবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা, এসএমসি’র সদস্য সনাক, ইয়েস সদস্য উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়