পাংশায় এ্যাসিল্যান্ডকে বরণ ও বিদায় –

- Update Time : ০৯:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
- / ১৩ Time View
মাসুদ রেজা শিশির/ এস কে পাল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে নবাগত এ্যাসিল্যান্ড ফয়সাল হককে বরণ ও বিদায়ী এ্যাসিল্যান্ড শেখ রাশেদউজ্জামান এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী। এসময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ রাশেদউজ্জামান ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল হককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ)। অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়