সরকারসহ নিজেদের পরিবারের ভাবমূর্তি উজ্জল করতে চান শিক্ষাপ্রতিমন্ত্রীর এপিএস চৈতী-

- Update Time : ০১:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
- / ২৮ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের এমপি ও নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে, বেগম কানিজ ফাতেমা চৈতিকে। চৈতি কাজী কেরামত আলীর একমাত্র সন্তান। গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীন নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানাগেছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি’র অভিপ্রায় অনুসারে বেগম কানিজ ফাতেমা চৈতিকে প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে জাতীয় বেতনস্কেল -২০১৫ এর ২২,০০০/= ৫৩,০৬০/= স্কেলে নিয়োগ প্রদান করা হলো। প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন এবং তিনি বেগম কানিজ ফাতেমা চৈতিকে ওই পদে বহাল রাখার অভিপ্রায় পোষন করবেন ততদিন এ আদেশ কার্যকর হবে।
জানাগেছে, চৈতীর স্বামী মোঃ আসিফ ইকবাল পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ও আওয়ামীলীগ নেতা এবং শ্বশুর আলহাজ্ব হাবিবুর রহমান বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য। চৈতীর মা রেবেকা সুলতানা সাজু রাজবাড়ী জেলা আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য। চৈতী জেট এয়ারওয়েজে সেলস এক্সিকিউটিভ পদে নিযুক্ত ছিলেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রী অর্জনের পূর্বে লন্ডন ইউনিভার্সিটির এক্সটারনাল প্রোগ্রামের আওতায় ভূঁইয়া একাডেমী থেকে এলএলবি অনার্স ডিগ্রি, ধানমন্ডি টিউটোরিয়াল স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল পাশ করেন। তিনি রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের অন্যতম একজন নেত্রী। তার নেতৃত্বে রাজবাড়ীতে বর্তমানে চলছে যুব মহিলালীগ পুনঃগঠনের কাজ।
গতকাল বুধবার বিকালে দৈনিক রাজবাড়ী কণ্ঠেকে দেয়া এক সাক্ষাৎকারে বেগম কানিজ ফাতেমা চৈতি জানান, তার বাবা ও তার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়া। তার বাবা কাজী কেরামত আলী এমপি সহজ সরল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মাননীয় প্রধানমন্ত্রী গত ৩ জানুয়ারী তার বাবাকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের দায়িত্ব দিয়েছেন। বর্তমান সরকারের মেয়দকাল রয়েছে মাত্র ৯ মাস। আর ওই সময়ের মধ্যে তার বাবাকে দিয়ে কেউ যাতে কোন বিভ্রান্তকর কাজ করাতে না পারেন এবং তার বাবা যেন প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব দেশের কল্যাণে নিঃশর্ত ও যথাযথ দক্ষতার সাথে পালন করতে পারেন সে সহযোগীতা করার লক্ষেই তিনি সহকারী একান্ত সচিব (এপিএস)-এর দায়িত্বে তিনি যাচ্ছেন। তিনি আরো বলেন, তার বাবা প্রতিমন্ত্রী এবং শ^শুরও এমপি ফলে অর্থনৈতিক কোন প্রাপ্তির জন্য তিনি এ পদে আসেননি। তিনি এসেছেন শুধুই দেশে ও মানুষের কল্যাণে এবং সরকারসহ নিজেদের পরিবারের ভাবমূর্তি উজ্জল করতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়