একটা ইয়াবা থাকলে দশ বছরের জেল হবে – রাজবাড়ীতে সঞ্জয় কুমার চৌধুরী –

- Update Time : ১০:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত মহা-পরিচালক সঞ্জয় কুমার চৌধুরী বলেছেন, বর্তমানের নতুন আইন আরো কঠিন করা হচ্ছে, আইনের প্রথমে রয়েছে ইয়াবা। এ আইনে কারো কাছে একটা ইয়াবা থাকলে তাকে দশ বছরের জেল দেওয়া হবে।
বুধবার দুপুরে রাজবাড়ী সরকারী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে রাজবাড়ী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সঞ্জয় কুমার চৌধুরী বলেন, আমার কাছে যদি মদ পাওয়া যায় তাহলে পুলিশ ও মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে প্রমান করতে হবে না আমি দোষ করেছি। আমার নিজেকে প্রমান করতে হবে আমি দোষ করি নাই। নতুন আইনে প্রস্তাবনায় আনা হবে মাদক যার কাছে পাওয়া যাবে, তার সর্বচ্চো স্বাস্তি হবে যাবজ্জীবন কারাদন্ড।
শিক্ষার্থীরে উদ্দেশ্যে করে বলেন, বর্তমানে আমাদের জেল খানায় ৭৫ হাজার আসামী আছে, তার মধ্যে ২৫ মাদকাসক্ত আসামী। তাই তোমরা এর ভাল করতে চাও, না খারাপ করতে চাও।
সমাবেশে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে মাদক গ্রহন না করার প্রতিজ্ঞায় ”মাদককে না বলুন” লেখা সম্বলিত হাত পাখা উচিয়ে প্রতিজ্ঞা করান প্রধান অতিথি।
এতে জেলা প্রশাসক মো ঃ শওকত আলীর সভাপেিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রনালয় অতিরিক্ত মহা-পরিচালক সঞ্জয় কুমার চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান, রাজবাড়ী সিভিল সার্জন মোঃ রহিম বকস, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান আসাদ, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট এমএ খালেক প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, জেলা কালচারাল কর্মকর্তা পার্থ প্রতিম দাস ও সহযোগীতায় রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহকারী পরিচালক রাজিব মিনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়