জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮, রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ বহরপুর কলেজ নির্বাচিত-

- Update Time : ১০:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
- / ১৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজবাড়ী জেলার কলেজ ক্যাটাগরিতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছেন। রাজবাড়ী জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান মঙ্গলবার জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে বহরপুর কলেজের নাম ঘোষনা করেছেন।
বহরপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ অহিদুল হক জানান, ২০০০ সালে বহরপুর কলেজ প্রতিষ্ঠার পর থেকে ১৬ বার ফলাফলে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও এ বছর কলেজটি জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত করায় কর্তৃপক্ষকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে বালিয়াকান্দি উপজেলার মধ্যে ৭টি প্রথম পুরস্কার অর্জন করেছে শিক্ষার্থীরা। শুধু ভালো ফলাফলই নয় খেলাধুলা, শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষার্থীদের আন্তরিকতার কারণে আজ কলেজটি তার সাফল্যে বয়ে আনতে সক্ষম হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়