রাজবাড়ীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যোগদান –

- Update Time : ০৯:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে গত সোমবার যোগদান করেছেন হোসনে ইয়াসমিন করিমী। ওই বিকালে নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে স্বাগত এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
জানাগেছে, কুষ্টিয়া সদরের বাসিন্দা হোসনে ইয়াসমিন করিমী ইতোপূর্বে পটুয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন। গত ১০ জনুয়ারী হঠাৎ করেই ঢাকা বিভাগের একাধিকার সেরা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হওয়া মোঃ তৌহিদুল ইসলামকে রংপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে বদলী করা হয়। যে কারণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা নবাগত হোসনে ইয়াসমিন করিমীকে স্বাগত এবং বদলীজনিত কারণে মোঃ তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
হোসনে ইয়াসমিন করিমী জানান, তিনি ১৯৯৭ সালে তিনি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মাগুরা জেলার মোহাম্মদপুরে যোগদান করেন। ২০০১ সালে তিনি বালিয়াকান্দি, ২০০৫ সালে মাগুরার শ্রীপুর, এর পর ৪ মাসের জন্য রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কাজ করে। এরপর সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ফরিদপুরে বদলী হন। সেখান থেকে রাজবাড়ীতে বদলী হন। সাড়ে ৩ বছর চাকুরী করার পর পদোন্নতী পেয়ে ২০১৬ সালে তিনি পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। দুই কন্যা সন্তানের জননী হোসনে ইয়াসমিন করিমীর স্বামী মোঃ তৌফিকুল ইসলাম জেলার পাংশা উপজেলার মাছপাড়া ডিগ্রী কলেজের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়