বালিয়াকান্দিতে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষন মামলার আসামী বজলু গ্রেপ্তার-
- Update Time : ১০:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জোরপূর্বক এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনার আড়াইমাস পর র্যাব সদস্যরা ওই মামলার পলাতক আসামি বজলু শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে। বজলু উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতছালা গ্রামের মৃত তিজারত শেখের ছেলে। তাকে গতকাল মঙ্গলবার ভোরে র্যাব সদস্যরা ঢাকা জেলার সাভার থানার আকরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, ২০১৭ সালের ১১ অক্টোবর গ্রেপ্তার হওয়া মোঃ বজলু শেখ ওই বুদ্ধি প্রতিবন্ধী নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষিতার আত্মচিৎকারে আশে পাশের বাড়ীর লোকজন ছুটে এলে অভিযুক্ত ধর্ষক মোঃ বজলু শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে ঢাকা জেলার সাভার এলাকায় আত্মগোপন করে। এ ঘটনায় ওই নারীর ভাই বাদী হয়ে গত ১৩ অক্টোবর বালিয়াকান্দি থানায় ধর্ষন মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা বজলুকে গেস্খপ্তার করে গতকাল বিকালে বালিয়াকান্দি থানায় সোপর্দ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়