কালুখালী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদককে সম্মাননা প্রদান-

- Update Time : ১০:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কালুখালী উপজেলা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক, উপদেষ্টা ও আজীবন সদস্য হিসেবে দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড ঃ খান মোহাম্মদ জহুরুল হক কে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননাপত্র প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী কণ্ঠের কার্যালয়ে গিয়ে এ সম্মাননাপত্রটি প্রদান করেন কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, সহ-সভাপতি মোঃ ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী কালুখালী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উপস্থিতিতে রেজুলেশনের মাধ্যমে এ পদে তাকে অধিষ্টিত করা হয়। সম্মাননাপত্র প্রদানকালে রাজবাড়ী কণ্ঠের সম্পাদক ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপণ করে জেলা থেকে উপজেলা পর্যায়ে প্রেসক্লাবের বিভিন্ন ভাবে সার্বিক সাহায্য সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়