পাংশার বিভিন্ন কলেজের শিক্ষকদের ক্লাস বর্জন –

- Update Time : ০৯:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
- / ১৩ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন কলেজ ক্লাস বর্জন করেছে।
আজ মঙ্গলবার পাংশা মহিলা কলেজে গিয়ে দেখা যায়, বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবীতে শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। গতকাল থেকে তিন দিন পাংশা মহিলা কলেজের শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে বলে জানান সেখানে উপস্থিত শিক্ষক নেতারা। তারা বলেন শুধুমাত্র এ কলেজের শিক্ষকরাই নয় উপজেলার মাছপাড়া ডিগ্রি কলেজ, হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন। এদিকে কলেজে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
পাংশা মহিলা কলেজের শিক্ষক এম এ জিন্নাহ বলেন, আমরা নিয়মতান্ত্রিক ভাবে দাবী আদায়ের লক্ষে কর্মসূচী পালন করে চলছি। আমাদের দাবী না মানলে আগামীতে আমরা বৃহত্তর কর্মসূচী দিয়ে রাজপথে অবস্থান করব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়