রাজবাড়ীর নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
- / ১৭ Time View
শেখ রনজু আহাম্মেদ, রাজবাড়ী বার্তা ডট কম :
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস এবং পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় কেকেএস ক্রীড়া উৎসব-২০১৮ আয়োজন করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে জেলা সদরের নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এ জে মিন্টু, কানাডার প্রবাসী মোঃ নজরুল হক, নুর জাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী নার্গিস প্রমূখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য স্কুলের কোমল মতি শিশুদের শপথ বাক্য পাঠ করে শোনান এবং তারা যেন বড় হয়ে দেশের কল্যানে সর্বদা নিজেদেরকে তৈরী করেন এবং বড় হয়ে দেশের ও জাতীর উন্নয়ে কাজ করেন। সেই সাথে তিনি ঘুষ দূর্নীতি ও মাদক থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়