রাজবাড়ীর বেলগাছির কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮
- / ১১ Time View
শেখ রনজু আহম্মেদ, রাজবাড়ী বার্তা ডট কম :
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কেকেএস এবং পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় কেকেএস ক্রীড়া উৎসব-২০১৮ আয়োজন করা হয়েছে।
তারই অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছিতে ১৫ দিনব্যাপি ক্রীড়া উৎসব এর ষষ্ঠ দিনের উৎসব অনুষ্ঠিত হয়। ক্রীড়া উৎসবটিতে কর্মসূচি সংগঠক জনাব ফয়েজুল হক কল্লোল তার বক্তব্যে কেকেএস ক্রীড়া উৎসবে অংশগ্রহনের জন্য কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন এই কর্মসূচিটি রাজবাড়ী জেলার তৃণমূল পর্যায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাথে নিয়ে বাস্তবায়ন হচ্ছে। খেলাধুলা, সাংস্কৃতিক, সম্মাননা ও ঐতিহ্যবাহী মেলা থাকবে আমাদের অনুষ্ঠানমালায়। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন। তিনি আরও বলেন কেকেএস সবসময় সমাজের দরিদ্র এবং অবহেলিত শিশুদের নিয়ে কাজ করে। তারই অংশ হিসেবে কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছিতে আজ এই কেকেএস ক্রীড়া উৎসব-২০১৮ এর আয়োজন। অংশগ্রহনকারী শিশুদেরককে লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব উৎপল, প্রধান শিক্ষক, কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব লক্ষী রানী, শিক্ষক, কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছি এবং আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, বেলগাছি, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা ৩টি গ্রুপে ভাগ হয়ে ৬টি খেলায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কর্মসূচি সংগঠক এবং শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ষষ্ঠ দিনের কেকেএস ক্রীড়া উৎসব এর সমাপ্তি ঘোষনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়