বালিয়াকান্দি স্কলার্স স্কুলের ১২ শিক্ষার্থীর বৃত্তি লাভ –
- Update Time : ০৯:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
- / ১৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের-২০১৭ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফলে বালিয়াকান্দি স্কলার্স স্কুলের ১২ শিক্ষার্থী বৃত্তি লাভ করে সাফল্যে বয়ে এনেছে।
প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে এবার বৃত্তি প্রাপ্তির হারের দিকে সফলতার শীর্ষ স্থানে অবস্থান করছে। আর এই সফলতায় রীতিমত তাক লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। প্রতিষ্ঠান পরিচালকদের দাবী শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলেই এমনটা হয়েছে। অভিভাবক মহল মনে করেন শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সফলতা পাওয়া সম্ভব হয়েছে। ফলাফল প্রকাশের পরেই শিক্ষার্থীরা আনন্দে উল্লাস করে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে তারা প্রথম বারের মত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৫জনের মধ্যে ৯জন বৃত্তি লাভ করে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটির ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১২জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১২ শিক্ষার্থীর মধ্যে পঞ্চম শ্রেণীর রওনক জাহান জয়ী ও আছিয়া সুলতানা ট্যালেন্টপুল, উল্লাস গোস্বামী সাধারন গ্রেড, চতুর্থ শ্রেণীর মোমিন কাজী সুপার ট্যালেন্টপুল ও প্রত্যয় মন্ডল ট্যালেন্টপুল, তৃতীয় শ্রেণীর দিগন্ত বালা সাধারন গ্রেড, দ্বিতীয় শ্রেণীর অরুপ মন্ডল সাধারন গ্রেড, প্রথম শ্রেণীর নুরে আল রাইসা সাধারন গ্রেড, নার্সারীতে রানা সুপার ট্যালেন্টপুল, মেজবাহ আহম্মেদ সামী সাধারন গ্রেড, আব্দুল্লাহ আল বিন নাফিজ সাধারন গ্রেড ও মুহাইমিনুল হক তারিফ সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাফর আলী মিয়া জানান, রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১২ জন বৃত্তি পেয়েছে। এটি আমাদের বড় অর্জন। অংশগ্রহণকারীর মধ্যে বৃত্তি প্রাপ্তির হারের দিকে উপজেলার শীর্ষ স্থানে আমাদের অবস্থান।
এসময় তিনি জানান, সুস্থ পরিবেশে মানসম্মত শিক্ষাদান ছিল আমাদের বিদ্যালয়ের মূল লক্ষ্য। ব্যবসা নয় বরং উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই ছিল আমাদের অঙ্গিকার। তাই আজ আমাদের এই সফলতা। আমি আসাবাদি এ ধারাবাহিকতাকে সামনে রেখে আগামীতে আমরা আরও ভাল করব। গতানুগতিক পড়ালেখায় আমি বিশ^াস করি না। ভালো পড়ালেখা ও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের ভালো পরিচর্যা প্রয়োজন। আমাদের প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের পরিশ্রমের ফলই আজ মেধার বহি:প্রকাশ ঘটেছে। আগামীতে শিক্ষার্থীরা আরো ভাল করবে, আর এর জন্য আমরা তাদের সেই উপযোগী করে গড়ে তুলব, সেটিই আমাদের মূল লক্ষ। এবারের ধারাবাহিকতাকে অক্ষুন্ন রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল উপহার দিতে পারব ইনশাআল¬াহ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়