আবার ৫ জানুয়ারীর মত নির্বাচন করতে হতে পারে- রাজবাড়ীতে কমরেড ফজলে হোসেন বাদশা-

- Update Time : ১০:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের জাতীয় সংসদ সদস্য কমরেড ফজলে হোসেন বাদশা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ গ্রহণ করতে পারবে না, কারণ তারা নিষিদ্ধ এবং বিএনপি নির্বাচন করবে কি করবেনা তা নিয়ে তারা দ্ধিধাদ্বন্দে ভুগছে। ফলে এমন একটা অবস্থা যদি সৃষ্টি হয় যে ৫ জানুয়ারীর নির্বাচনের মত। তখন আবার জঙ্গিবাদিরা সন্ত্রাসের পথ অবলম্বন করবে এবং সেটা প্রতিরোধ করে আমাদেরকে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
তিনি আজ শুক্রবার বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় প্রধান আলোচকের বক্তৃতায় এ সব কথা বলেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলির সদস্য কমরেড আরবান আলী, কমরেড মওলা বক্স প্রমুখ বক্তৃতা করেন। সভায় জেলা ওয়ার্কার্স পার্টির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়