বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে এসএটিভি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন –

- Update Time : ১০:০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
- / ৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ীতে বে-সরকারী জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএসটিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী প্রেসক্লাব থেকে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এ সময় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়।
পড়ে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেঁক কেটে এসএ টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন অতিথিরা।
প্রতিষ্ঠাবার্ষিকর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তর্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক এ্যাড খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সিনিয়রর সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এম এ খালেক, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুল হোসেন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়