শিক্ষাপ্রতিমন্ত্রীর সাথে রাজবাড়ী সদর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত-

- Update Time : ১০:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
- / ৩১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর তাই তাদের একটু দায়িত্ব বেশি নিতে হবে। শিক্ষার উপর প্রধানমন্ত্রী অনেক গুরুত্ব দিয়েছেন এবং বাজেটের বেশি অংশই শিক্ষাখাতে ব্য্য়া হয়। শিক্ষার মান উন্নয়নে বছরে একবার হলেও প্রতিষ্ঠান গুলোতে অভিভাবক সমাবেশ করা উচিত। স্কুল, মাদরাসার অব-কাঠামোগত উন্নয়ন করা হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে এখন বেকার সমস্যা দুর হচ্ছে, এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে বলবেন প্রতিটি স্কুলে কারিগরির একটি দুটি ট্রেড চালু করতে। মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু করা হবে, সে বিষয়ে কাজ করা হচ্ছে। রাজবাড়ীতে অনেক উন্নয়ন হচ্ছে, আপনারা তা দেখতে পাচ্ছেন। তাই আগামী নির্বাচনের আগে গ্রামীন উন্নয়নের পাশাপশি অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা চত্ত্বরে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক বৃন্দ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী। বক্তৃতা করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালক,রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুৃর মহল আশরাফী। এর আগে অতিথিরা নব-নির্মিত সদর উপজেলা চত্ত্বরের উদ্বোধন করেন এবং পরিষদের দুটি ফলজ গাছের চারা রোপন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়