রাজবাড়ীতে কালেক্টরেট কোয়ালিটি স্কুলের উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার –

- Update Time : ১০:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুরে কালেক্টরেট কোয়ালিটি স্কুলের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন ও দোয়া মোনাজাত করে ওই স্কুলের উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ী জেলা শহরের ধুনচি গ্রামের কৃতিসন্তান ও ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী।
এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী। বক্তৃতা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. একেএম আজাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী বলেন, আমাদের ভাল মানুষ হতে হবে। আমাদের মূল্যবোধ থাকতে হবে। নিজেকে অপরের তরে হতে হবে। আমরা থেকে আমাদেরইতে যেতে হবে। শিশুদের সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। শিশুদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা শেখাতে হবে। তিনি এই বিদ্যালয় তৈরীর জন্য সদর উপজেলার সাবেক ইউএনও এবং বর্তমান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা ও সদর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীকে ধন্যবাদ জানান। একই সাথে এ বিদ্যালয়ের উন্নয়নে তিনি দুই লাখ টাকা প্রদানের ঘোষনাও দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়