ভলিবলে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন বালিয়াকান্দির লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজ-
- Update Time : ০৯:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
- / ১৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় ছাত্র ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে।
ঢাকা মতিঝিল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এর বিভাগীয় পর্যায় (ঢাকা) ভলিবল ছাত্র নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভলিবল টিমের সকল সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেছে কলেজের অধ্যক্ষ একেএম সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম। এ খবরে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক পরিচালক মোঃ ইউসুফ আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. গৌর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। আগামী ২১ জানুয়ারী জাতীয় পর্যায়ে ৮টি বিভাগের মধ্যে প্রতিদ্বন্দিতার জন্য ময়মনসিংহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভলিবল টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুর সবুর মিল এবং মোঃ আসাদুজ্জামান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়