রাজবাড়ীর জনপ্রতিনিধি ও জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-
- Update Time : ১০:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
- / ২১ Time View
লিটন চক্রবর্তী, রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধ’ুর নেতৃত্বে ৪৬ বছর আগে আমাদের এই দেশ পেয়েছি। আমাদের দুঃখ বঙ্গবন্ধুকে সাড়ে ৩ বছরের মধ্যে হারিয়ে ফেলতে হয়েছে। বর্তমান সরকার রুপকল্প ২০২১ কে সামনে রেখে বঞ্চনাহিন দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। বিগত ৯ বছরে মধ্যম আয়ের দেশ হিসেবে আমারা প্রায় পৌছে গেছি। এটি শুধু ঘোষনার অপেক্ষায়। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে। বছরের শুরুতে বই বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, শিশু ও প্রসুতি মৃত্যু হার কমে গেছে। বাজেটের আকার বেড়েছে। চার লাখ কোটি টাকার উপরে বাজেট হয়েছে। আমাদের লক্ষ রাখতে হবে, যে ভাবে আমরা কাজ করছি, এরচেয়েও বেশি করা যায় কি না। বয়স্ক ও প্রতিবন্ধীসহ পিছিয়ে পরা জনগোষ্ঠির জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বুধবার বিকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সাথে এক মত বিনিময় সভায় এ সব কথা কলেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ জেলা বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, দুই দিনের সরকারী সফরে বুধবার রাজবাড়ীতে এসেছেন ঢাকা বিভাগীয় কমিশনার এম.বজলুল করিম চৌধুরী। জানাগেছে, ঢাকা বিভাগীয় কমিশনার রাজবাড়ীতে অবস্থান কালেজেলা প্রশাসনে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাসহ জেলা পর্যায়ের অফিস প্রধানদের সাথে মতবিনিময় ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের পর রাজবাড়ী সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সকাল ১০টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় পরিদর্শনের পর বেলা ১১টায় কালেক্টরেট কোয়ালিটি স্কুলের উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুধীবৃন্দ ও শিক্ষকদের সাথে মতবিনিময়ের পর দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়