বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত-
- Update Time : ১০:২২:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
- / ১৪ Time View
ইমরান/আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
এ্যাডঃ উমা সেনের উদ্যোগে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার প্রথম ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটার সময় রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মেলন কক্ষে এ সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট নতুন দুটি কমিটি গঠন ও ঘোষনা করা হয়।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি দেব জ্যোতি ও সাধারন সম্পাদক তন্ময় রায় এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অনুপ কুমার রায় ও সাধারন সম্পাদক দিনেশ চন্দ বিশ্বাসকে নির্বাচিত করা হয়।
প্রথম ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল চ্যাটার্জি।
ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বার এসাসিয়েশনের সভাপতি এডভোকেট গনেশ নারায়ন চেধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শুভাশিষ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে, হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অশোক কুমার বাগচি, হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট উজির আলী শেখ, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড ঃ খাঁন মোঃ জহুরুল হক, হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক জয়দেব কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গনেশ মিত্র,ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও ছাত্রলীগের অন্যতম নেতা নজরূল ইসলাম রুবেল সম্মেলনের আয়োজন সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিসয়ক সম্পাদক এডভোকেট উমা সেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়