দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় শত শত মুসল্লীবাহী বাস –

- Update Time : ১০:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮
- / ২৫ Time View
আজু সিকদার/শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
টঙ্গীতে বিশ^ ইজতেমায় দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। ইজতেমায় অংশ নিতে দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লীবাহী শতশত দুরপাল্লার বাস বুধবার দুপুরের পর থেকে একযোগে আসতে থাকে। এতে করে বিকেল ৫টা নাগাদ ঘাট এলাকায় মহাসড়কে কয়েকশ ইজতেমার বাস আটকে থাকতে দেখা যায়। এছাড়া বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকে আছে আরও শতাধিক।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত কয়েকদিন কুয়াশাজনিত কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দীর্ঘ সময় বন্ধ থাকলেও বুধবার হতে কুয়াশার সমস্যা কেটে গেছে। ফলে ফেরি বন্ধ না হওয়ায় সকাল থেকে নৌপথে স্বাভাবিক যানবাহন পারাপার হতে থাকে। ঘাট এলাকাতেও তেমন যানবাহনের চাপ ছিল না। কিন্তু শুক্রবার টঙ্গীর ইজতেমায় অংশ নিতে দুপুরের পর হতে দক্ষিণাঞ্চল হতে একযোগে শতশত মুসল্লীবাহী বাস আসতে থাকায় স্বাভাবিক পারাপার ব্যাহত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লীরা কিছুটা দুর্ভোগ পোহান। তবে দৌলতদিয়া ঘাটের বাড়তি চাপ সামাল দিতে পাটুরিয়া ঘাট হতে ফেরিগুলো পরিপূর্ণ লোডের অপেক্ষায় না রেখে দৌলতদিয়ায় ছেড়ে আসার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে ১৫ টি ফেরি সচল আছে। নতুন করে কুয়াশায় ফেরি বন্ধ না হলে ঘাটে ইজতেমাগামী বাসগুলোকে তেমন একটা অপেক্ষা করতে হবে না।
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া প্রান্তে যানবাহনের তেমন কোন চাপ নেই। তারপরও ইজতেমাগামী ধর্মপ্রাণ মুসল্লীদের কথা চিন্তা করে তারা ফেরিগুলোকে পরিপূর্ণ লোডের অপেক্ষায় না রেখে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়