রাজবাড়ীতে ১৫ দিন ব্যাপী স্কুলভিত্তিক ক্রীড়া উৎসবের উদ্বোধন –
- Update Time : ১০:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
- / ১৮ Time View
শেখ রনজু আহাম্মেদ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে এবং পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে ১৫ দিন ব্যাপী স্কুলভিত্তিক ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে ।
এর অংশ হিসাবে শহরের শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দিনের ক্রীড়া উৎসব ক্রীড়া উৎসব উদ্বোধন করেন কেকে এস এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার , এসময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন ,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী ,স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা বেগম ,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নুরতাজ রাজিয়া ,বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালমা সুলতানা, রীনা দত্ত, আসমা পারভিন ও শামীমা চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কেকেএস এর কর্মসূচি সংগঠক ফয়েজুল হক কল্লোল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে ক্লাসরুম ও স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলেন। তিনি আরও বলেন কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশুকিশোর ও তরুনদের ক্রীড়া মননশীল ও সুকুমার বৃত্তির উন্নয়ন, সুসংস্কৃতি, প্রগতিশীলতা, ইতিবাচক ও উন্নত মূল্যবোধ, অধ্যবসায়, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা শিক্ষা, সামাজিক চুক্তি সমূহের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ। এই কর্মসূচি রাজবাড়ী জেলার ৫ উপজেলার তৃনমূল পর্যায় বিভিন্ন স্কুল কলেজ, ক্লাব, সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সাংস্কৃতিক, ক্রীড়া, সম্মাননা এবং মেলা এসব বিষয়ের উপর বছরব্যাপী নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাবে। তিনি দেশের প্রতি ভালোবাসা এবং মানুষের সেবা করার মানসিকতা তৈরির জন্য শিশুদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য ১৫ দিন ব্যাপী এই ক্রীড়া উৎসব পর্যায় ক্রমে ১৫ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে । পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পূরস্কার বিতরণ করা হয় । প্রতিয়োগিতায় অংশগ্রহনকারীরা ৭টি গ্র“পে ভাগ হয়ে ১৪টি খেলায় অংশগ্রহন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়