বালিয়াকান্দিতে দুই বোনকে অপহরণের অভিযোগ –

- Update Time : ০৭:২৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
- / ২২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আপন দুই খালাতো বোনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে তাদের নানা রাজবাড়ীর আদালতে একটি মামলা দায়ের করেছে।
মামলায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী গ্রামের মালেক মৃধার ছেলে শিশির মৃধা ও মজনু মৃধার ছেলে আমির মৃধা এবং তাদের সহযোগী চান্দু সেখসহ অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই নুর মোহাম্মদ জানান, ১৭ বছর বয়সী ওই দণন বোনকে গত ৩ নভেম্বর শিশির মৃধা ও আমির মৃধা ফুসলিয়ে নিয়ে যায়। এ নিয়ে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখের নেতৃত্বে এক শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। ওই শালিসে আপোষ-মিমাংসা করা হলেও গত ২৫ নভেম্বর রাত ৮টার দিকে জরুরী কথা আছে বলে বাইরে ডেকে নিয়ে ওই দু’বোনকে শিশির মৃধা, আমির মৃধা, চান্দু শেখসহ অজ্ঞাতনামা লোকজন একটি সাদা রংয়ের মাইক্রোবাসে জোড়পুর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই দু’বোনের নানা বাদী হয়ে রাজবাড়ী আদালতে তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করতে বালিয়াকান্দি থানাকে আদালত নির্দেশ প্রদান করে। ওই নির্দেশের আলোকে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা রেকর্ড হয়। মামলার পর থেকে অপহৃতদের উদ্ধার করাসহ আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়