রাজবাড়ী পৌরসভায় পানি সরবরাহ ব্যতিত সকল সেবা বন্ধ, চলছে কর্মবিরতি –
- Update Time : ০৯:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ যাবতীয় সুযোগ-সুবিধা সরকারী কোষাগার হতে শতভাগ প্রদানের দাবীতে রাজবাড়ীতেও কর্মবিরতি শুরু করা হয়েছে। আর ওই কর্মসূচী পালন করতে গিয়ে শুধুমাত্র পানি সরবরাহ ব্যতিত সকল নাগরিক সেবা বন্ধ করে দিয়েছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী। কর্মচারীদের এ দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেছেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার রাজবাড়ী, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় একযোগে ওই কর্মসূচী পালন করা হয়। রাজবাড়ী পৌরসভা প্রঙ্গণে ওই কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি নাজিম উদ্দিন মিয়া পলাশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, আব্দুর রব, নুরুন্নবী বাবু, রোজী নাহার, উম্মে আকলিমা খাতুন, সহিদুজ্জামান,শেখ রহমান আলী, আব্দুল খালেক, শহিদুল হক, আয়েন উদ্দিন, আব্দুল মমিন প্রমুখ। এতে জানানো হয়, তাদের এ কর্মসূচী আজ মঙ্গলবার পর্যন্ত চলবে। দাবী মেনে না নেয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্বতা প্রকাশ করে তা রাজবাড়ীতেও পালন করবেন। তবে সেবা গ্রহণে বিঘœ ঘটায় তারা পৌরবাসীর কাছে দুঃখও প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়