রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
- / ২৩ Time View
ইমরান,আতিয়ার, রনজু, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। এ সময় সরকারী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা আলোচনা সভায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় শাখার উপ পরিচালক (ডিডিএলজি) একেএম আজাদুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়াামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার। অনুষ্ঠানের সঞ্চালনোয় ছিলেন সহকারী শিক্ষক প্রদ্যুত কুমার দাস। পরে মশাল প্রজ্বলোনের মধ্যদিয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন।
এতে ১০০মিটার, ২০০ মিটার ৪০০মিটার, দ্রুত পেষাক বদল, দীর্ঘ লম্ফ, লৌহ গ্লোবসহ, ৭টি ইভেন্টে ৬টি গ্রুপের ৪৯টি খেলা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়