জেলা পরিষদের পক্ষ রাজবাড়ীতে অ্যাক্রোবেটিক শিল্পীদের বিশেষ অনুদান প্রদান –
- Update Time : ০৯:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
- / ১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গতকাল সোমবার দুপুরে অ্যাক্রোবেটিক শিল্পীদের বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। জেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে ২৬ জনকে এই অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান উপলক্ষে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাহানা বেগম প্রমূখ।
অ্যাক্রোবেটিক শিল্পীরা বলেন, ২২-২৩ বছর ধরে অ্যাক্রোবেটিকের সঙ্গে জড়িত রয়েছেন। বছরে সাধারণত চারমাস প্রদর্শনী থাকে। তাছাড়া সারাবছর কাজ থাকেনা। এতে করে বেকার বসে থাকতে হয়। এতে আর্থিক সমস্যায় তাদের মানবেতর ভাবে জীবনযাপন করতে হয়। কিন্তু অ্যাক্রোবেটিক সংস্কৃতিক মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেখভাল করে। শিল্পকলার শিল্পী, বাদ্যযন্ত্রী, নৃত্য শিল্পীসহ জড়িতদের রাজস্ব খাত থেকে বেতন দেওয়া হয়। তাদেরকে সারাবছর কাজের ব্যবস্থা করার বা রাজস্বখাতের অন্তভ’ক্তি করার দাবি জানান। এরকম অবস্থা থাকলে অনেকেই এই শিল্পের প্রতি আগ্রহ হারাবে।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘শিল্প-সংস্কৃতির মধ্যে দিয়েই একটি দেশের রুচিবোধ প্রকাশ পায়। শিল্পীরা তাদের প্রতিভা দিয়ে বহিবিশে^ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে’। তিনি এক্রোবেটিক সেন্টারটি সারা বছর চালু রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার প্রতিশ্রুতি দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়