রাজবাড়ীতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন, স্বারকলিপি প্রদান –
- Update Time : ০৮:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
- / ১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ী ভাড়াসহ ১১ দফা বাস্তবায়নের দাবীতে রাজবাড়ী জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা রবিবার দুপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে।
রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ওই কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা শাখার সাহ-সভাপতি সাইদা খানম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক নেতা আব্দুল কাদের ফকির, সানা উল্লাহ, বিনয় কুমার বিশ^াস, আব্দুল জলিল, আবেদ উদ্দিন, ছবির উদ্দিন, আবুল বাশার, আব্দুল মজিদ, নজরুল ইসলাম, ফরহাদ হোসেন, সুশিল চন্দ্র দত্ত প্রমুখ। পরে প্রধান সড়কে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষকরা প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে দাবী সম্বলিত স্বারকলিপি তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়