রাজবাড়ীর বরাটে তৃনমূল খামারিদের এনএটিপির প্রশিক্ষন কর্মশালা প্রদান –

- Update Time : ০৮:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮
- / ১৬ Time View
ইমরান/আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে তৃনমূল খামারিদের এনএটিপির প্রশিক্ষন কর্মশালা প্রদান করা হয়েছে।
সকাল ৯ টা থেকে বেলা দুইটা পর্যন্ত ডাঃ এমএ করিম উচ্চ বিদ্যালয়ে গাভী পালন কমন ইন্টারেষ্ট গ্রুপ (সিআইজি) খামারি ও কৃষকদের উন্নত ও আধুনিক প্রানী সম্পদ প্রযুক্তি ব্যবস্থা ও ব্যবহার সম্পর্কে সচেতন করতে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজী প্রগ্রাম প্রজেক্ট (এএটিপি-২) ও ইলিমেন্টেশন টেকনোলজি প্রোগ্রাম ইউনিট প্রানী সম্পদ অধিদপ্তর ঢাকা -২ এর আওতায় সিআইজি খামারি ও কৃষকদের এ প্রশিক্ষন প্রদান করা হয়।
কর্মশালায় ২১জন গাভিী পালন খামারিকে প্রশিক্ষন প্রদান করেন রাজবাড়ীজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু বক্কর সিদ্দিক,সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সরকার আশ্রাফুল ইসলাম।
এসময় , গাভী মোটাতাজাকরন ,পরিকল্পিত ভাবে দুগ্ধ খামার স্থাপন করে আর্তিক ভাবে স্বাবলম্বি হতে করনিয় বিষয় সম্পর্কে উদ্বুৃদ্ধকরন ও পরামশর্ দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়