রাজবাড়ীর উন্নয়ন মেলায় সেরা ৫ হলো যে সব প্রতিষ্ঠান –
- Update Time : ১০:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আজ শনিবার সন্ধ্যায় রাজবাড়ীতে সমাপ্ত হয়েছে তিন দিনের “উন্নয়ন মেলা”। এ দিন অনুষ্ঠিত হয়েছে, “ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নের অগ্রযাত্রী” শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং পুরস্কার তুলে দেন, ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।
রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের মেলা প্রঙ্গলে সেরা ৫টি স্টল করা প্রতিষ্ঠানের নাম ঘোষনা করা হয়। এবারের মেলায় সেরা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), দ্বিতীয় হয়েছে কৃষি সম্প্রসার অধিদপ্তর, তৃতীয় হয়েছে গণপূর্ত বিভাগ, চতুর্থ হয়েছে সদর উপজেলা ভূমি অফিস এবং পঞ্চম হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে মেলায় অংশ গ্রহণকারী ৮৭টি স্টলের প্রতিনিধির হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, ডিডিএলজি ড. একেএম আজাদুর রহমান, মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু এবং জেলা প্রশাসকের সহধর্মীনি উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়