রাজবাড়ীতে কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
- / ১৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী রাজবাড়ীতে পালন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, কেক কাটা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ এবং আলোচনা সভা।
দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজবাড়ী প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে রাজবাড়ী প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রদান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) ও কবি ড. একেএম আজাদুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, রাজবাড়ী সরকারী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও শুভসংঘের প্রধান উপদেষ্টা আকতার হোসেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও শুভসংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল, রাজবাড়ী বে-সরকারী পলিটেকনিক ইনিষ্টিটিউটের পরিচালক সাংবাদিক আসিফ মাহমুদ, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল প্রমুখ। উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সানাউল্লাহ, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, চন্দনী কেনিক্যাল এন্ড বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাফরোজা খাতুন, সেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আব্দুর রহিম মোল্লা, জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী ব্যাপ্টিষ্ট চার্জের পালক জেমস হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার বিশ^াস, শুভ সংঘের উদেষ্টা ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ও বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রমাণিক, কোষাধ্যক্ষ ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রভাষক সুরজিত চক্রবর্তী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রভাষক তানজিম তামান্না, নারী বিষয়ক সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের প্রভাষক রওশনারা পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা সদরের রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে খাতা ও কলম তুলে দেন আগত অতিথিরা। সে সময় তারা দরিদ্র শিক্ষার্থীদের হাতে এ সব উপকরণ সামগ্রী তুলে দেয়ায় কালের কণ্ঠের ভূয়সী প্রশংসা করেন। পরে আনন্দ মুখর পরিবেশে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়