কালুখালীর রতনদিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা-
- Update Time : ০৮:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার ১নং রতনদিয়া ইউনিয়ন পরিষদ ভবনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের আয়োজনে থানা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, এলাকায় কোন ঘটনা ঘটলে সমাজের সচেতন ব্যক্তিদের মাধ্যমে পুলিশকে জানাতে হবে, যে কোন দূর্ঘটনা ঘটলে থানা প্রশাসনকে অবগত করতে হবে। এছাড়াও তিনি পুলিশি এ্যাকশনে রাজনৈতিক ব্যক্তিদের চুপ থাকতে বলেন, তাহলে বিভিন্ন অপকর্ম দূর করা সম্ভব বিশেষ করে তিনি মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সমাজ থেকে বাল্য বিবাহ,যৌতুক, ইভটিজিং বন্ধে সকলকে সতর্ক থাকতে বলেন। এলাকার গ্রামপুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সচেষ্ট হতে বলেন এবং স্ব-স্ব অবস্থানে থেকে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করেন। আইন শৃঙ্খলা বিষয়ে জনবহুল রতনদিয়া ইউপির চর এলাকায় মানুষের ভালভাবে বসবাস করার জন্য সন্ত্রাস ও দালালমুক্ত করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করবেন সবশেষ তিনি মাদককে না বলে সবসময় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে অভিমত প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে ইন্সপেক্টর তদন্ত মোঃ শহিদুল ইসলাম, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ এর সঞ্চালণায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আইনজীবি জাহিদ হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ খালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি খোন্দকার আনিসুল হক বাবু, ইউপি সদস্য মাসুদুর রহমান হিটু, আঃ লতিফ, মাসুদ করিম এছাড়াও জনসাধারণের মধ্যে রফিকুল ইসলাম লাভলু চৌধুরী, আমিরুল কাজী, শ্রমীকলীগ নেতা মীর্জা বুলবুল, ফজলুল হক ব্যাপারী, মজিবর রহমান ও শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা তিনি তার সমাপনী বক্তব্যে সমাজের সাধারণ মানুষ যাতে প্রতারণা চক্রের মাধ্যমে প্রতারিত না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করেন। এছাড়াও মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ বন্ধে সকলের ঐক্যান্তিক সাহায্য সহযোগীতা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়