রাজবাড়ী সদর উপজেলায় ১৪ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে গণনা –

- Update Time : ০৮:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত। আজ রবিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়েছে, আগামী ১৪ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলায় ওই গণনা চলবে। এ জন্য জেলা সদরকে ১৭টি জোনে ভাগ করা হয়েছে। ইতোমধ্যে জোন প্রধানদের প্রশিক্ষণ শেষ হয়েছে। আগামী ৯,১০ ও ১১ জুনুয়ারী গণনাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুর মহল আশরাফী। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান বক্তৃতা করেন। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ১৭টি জোনের জোন প্রধানরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়