সদর উপজেলা পরিষদের উদ্যোগে নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৯:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
- / ৭১ Time View
রুবেলুর রহমান/কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের চার দিন পর শনিবার বিকালে রাজবাড়ী সফরে আসেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহান চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইরাদুল হক, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমূখ।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দা নুরমহল আশরাফী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মদ, শিক্ষা প্রতিমন্ত্রী কন্যা কানিজ ফতেমা চৈতিসহ উপজেলা পরিষদের অনেকে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে রাজবাড়ী পৌর নিউ মার্কেটসহ অনেকেই শিক্ষা প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয় প্রতিমন্ত্রীকে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়