পুনরায় প্রশ্ন পত্র ফাঁস না হয় সে চেষ্টা করা হবে – কাজী কেরামত আলী এমপি –

- Update Time : ০৯:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
- / ২৪ Time View
রুবেলুর, রনজু, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
কারিগরি ও মাদ্রাসা বিভাগের শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর প্রথম বারের মত রাজবাড়ীতে আশার পর জেলা বাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামীতে পুনরায় প্রশ্ন পত্র যেন ফাঁস না হয় সে চেষ্টা করা হবে।
শনিবার বিকালে জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সকল অঙ্গ ও সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে সকল সমস্যা আছে তিনি সেগুলো চিহিৃত করে সমাধানের চেষ্টা করবেন। এছাড়া দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।
এ সময় জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সাংসদ মোঃ জিল্লাল হাকিম, যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী। এছাড়া জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী শপথ নেবার ৫ম দিনের মাথায় আজ শনিবার প্রথম বারের মত তিনি সড়ক পথে দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছান। এসময় দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনগন শিক্ষা প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। পরে তিনি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পড়ে প্রয়াত সাবেক সাংসদ ওয়াজেদ চৌধুরী এবং তার বাব কাজী হেদায়েত হোসেন ও মা মনাক্কা বেগমের কবর জিয়ারত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়