আগামীতেও শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে-রাজবাড়ীর সভায় কাজী ইরাদত আলী –
- Update Time : ০৬:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
- / ১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক কাজী ইরাদত আলী বলেছেন, বিএনপি মানুষ পুড়িয়ে গণতন্ত্র রক্ষা করতে চেয়েছিলো, জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো। তা তারা পারেনি। আগামীতেও শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। শেখ হাসিনা বলেছিলেন, বিএনপিকে নাকে খতদিয়ে নির্বাচনে আসতে হবে, এখন তাই হতে যাচ্ছে। আজকের এই দিনটিকে বুকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আবার আমরা নির্বাচনে যাব এবং সরকার গঠন করবো। তিনি কাজী কেরামত আলী এমপিকে শিক্ষা প্রতিমন্ত্রী করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।
আজ শুক্রবার বিকালে মহাজোট সরকারের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে রাজবাড়ী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পথসভায় মিলিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এ্যাডঃ শফিকুল আজম মামুন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা কৃষকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক আবুল হোসেন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখ। সভার সঞ্চলানায় ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়