পাংশায় মেঘনা ব্যাংক লিঃ -এর ৪১ তম শাখার শুভ উদ্বোধন-

- Update Time : ০৯:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
- / ৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় মেঘনা ব্যাংক লিঃ -এর ৪১ তম শাখার শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল বুধবার বিকালে পাংশা পৌর শহরের মায়া সুপার মার্কেটের ২য় তলায় ব্যাংকের চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এফ,এন আশিকুর রহমান এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা ব্যাংক লিঃ এর পরিচালক মিসেস রেহেনা আশিকুর রহমান, ব্যাংকটির স্পন্সর গাজী এ জেড এম শামীম, শাহরিয়ার ইমতিয়াজ রহমান, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য হাবিবুর রহমান, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা, বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ মোঃ রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেঘনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী জোহরা বিবি। এসময় প্রধান অতিথির বক্তব্যে জিল্লুল হাকিম এমপি বলেন, পাংশায় কৃষকদের হাতে এখন প্রচুর টাকা রয়েছে। তারা ব্যাংকমুখী হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে। মেঘনা ব্যাংকের সুবিধা নিয়ে পাংশার মানুষ অর্থনীতিতে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এসময় রাজবাড়ী জেলায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী এমপি প্রতিমন্ত্রী হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে ব্যাংকটির চেয়ারম্যান এফ,এন আশিকুর রহমান এমপি বলেন, সর্বক্ষণ সহযাত্রী হিসেবে মেঘনা ব্যাংক গ্রাহকদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। পাংশাতেও এ ধারা অব্যাহত থাকবে। পাংশা শাখার কর্মকর্তাবৃন্দ সকল গ্রাহকের সাথে হাসিমুখে সর্বোত্তম সেবা প্রদান করে যাবে। তিনি পাংশায় ৪১ তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিকত শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ফিতা কেটে ব্যাংকের ৪১ তম শাখার শুভ উদ্বোধন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়