শিক্ষা প্রতিমন্ত্রী হবার সম্ভাবনা, আমাকে মন্ত্রী করায় রাজবাড়ী বাসী সম্মানিত হলো -এমপি কাজী কেরামত আলী –

- Update Time : ১০:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণের পর আজ রাত ৯টার দিকে মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় রাজবাড়ী বার্তা ডট কম-কে বলেন প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, আমাকে মন্ত্রী করায় রাজবাড়ী বাসী সম্মানিত হলো। তাদের চাওয়া-পাওয়া পূরণ হলো। আমি রাজবাড়ীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর ফলে আমার দায়িত্ব বেড়ে গেল। নেত্রীর দেয়া এ দায়িত্ব আমি সর্বোচ্চ গুরুত্বের সাথে পালন করবো। তিনি আরো বলেন, কেবিনেট সচিব তাকে বলেছন, তিনি শিক্ষাপ্রতিমন্ত্রী হতে পারেন। আজ বুধবার সেটা পরিস্কার ভাবে জানা যাবে।
এর আগে, টেলিভিশনের পর্দায় তার শপথ গ্রহণের দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পরেন দলীয় নেতা-কর্মীরা। তাই শপথ গ্রহণ শেষ হতে না হতেই তারা রাজপথে নেমে আসেন, করেন তারা আনন্দ মিছিল। সেই সাথে পটকা ফাটিয়ে করেন উল্লাস। বিতরণ করা হয় মিষ্টি। তাদের এ আনন্দকে ছেলে বুড়ো সকলেই স্বাগত জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়