এমপি কাজী কেরামত আলীর শপথ নেয়ার পর রাজবাড়ীতে আনন্দ মিছিল –
- Update Time : ১০:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮
- / ১৩ Time View
রুবেলুর, টুটুল, রনজু, রাজবাড়ী বার্তা ডট কম :
সকল জল্পনা কল্পনা ও প্রতিক্ষা শেষ আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। টেলিভিশনের পর্দায় তার শপথ গ্রহণের দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পরেন দলীয় নেতা-কর্মীরা। তাই শপথ গ্রহণ শেষ হতে না হতেই তারা রাজপথে নেমে আসেন, করেন তারা আনন্দ মিছিল। সেই সাথে পটকা ফাটিয়ে করেন উল্লাস। বিতরণ করা হয় মিষ্টি। তাদের এ আনন্দকে ছেলে বুড়ো সকলেই স্বাগত জানান।
মিছিল শেষে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী, পৌর কাউন্সিলর আলমগীর সেখ তিতু, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাডঃ আশরাফুল আলম আশা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, ৩ নং পৌর ওর্য়াড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সুজন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাশেদ আহম্মেদ হিরু, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মহিউদ্দিন মিঠু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল আলম রাজু, সদর থানা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারন সম্পাদক রুহল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি শাওন মিয়া টাইসন, সাধারন সম্পাদক জালাল পাঠান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাকিল আহম্মেদ সবুজ, নজরুল ইসলাম রুবেল প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়