রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর কারাদন্ড –
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদক সেবন ও বিক্রির দায়ে রাজবাড়ীতে গত বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুই জনের কারাদন্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্তরা হলো, জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের ইউনুস সরদারের ছেলে রাজিব সরদার (২৫) এবং জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মোনছের সেখের ছেলে কেসমত সেখ (৩৫)।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ১২ গ্রাম গাঁজাসহ কেসমত সেখ এবং ১০ গ্রাম গাঁজাসহ রাজিব সরদারকে আটকের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশনারা পলির ভ্রাম্যমান আদালতের কাছে সোর্পদ করে। আদালত তাদের প্রত্যেককে পৃথক ভাবে এক মাস করা কারাদন্ড প্রদান করেন।