রাজবাড়ীর কেন্দ্রীয় ঈদগায়ে প্রধান জামাত সকাল ৮ টায় –
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী কাল মঙ্গলবার পবিত্র ঈদ উল আযহা। রাজবাড়ীর শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। সকাল ৮ টায় ওই জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে পুলিশ লাইন্সে জামাত অনুষ্ঠিত হবে।
জামাতে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, সাবেক এমপি আলী নেওয়াজ মহমুদ খৈয়ম, জেলা প্রশাসক জিনাত আরাসহ জেলার হাজারো মুসুল্লীর অংশ গ্রহণ করবেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে কোরবানীর পশু জবাই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ দূষন রোধে রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩ স্পটে কোরবানীর পশু জবাই করার সিদ্ধান্ত গৃহিত হয়। একই ভাবে জেলার গোয়ালন্দ ও পাংশা পৌরসভাতেও নির্দিষ্ট স্থানে পশু জবাই করার অনুরোধ জানানো হয়। সেই সাথে ১৮ বছরের নিচের বয়সী কোন হাফেজ, ইমাম, আলেম পশু জবাইয়ের কাজ করতে পারবে না। পরিবেশ দূষন রোধে রোভার স্কাউটের সদস্যরা অংশ গ্রহণ করার কথাও বলা হয়। যার অংশ হিসেবে রাজবাড়ী পৌরসভার ২৩টি স্পট চিহ্নিত করা হয়েছে এবং এলাকাবাসী ওই সব স্পটে গিয়ে পশু কোরবানী করতে অনুরোধ করা হয়েছে।
সকাল ৮ টায় পুলিশ লাইন্সে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা অংশ গ্রহণ করবেন। এছাড়া সদর উপজেলা পরিষদে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।