গোয়ালন্দ থানার ওসি আশিকুর রহমান আশিক স্যার কোন অভিয়োগ তদন্ত না করে,টাকার বিনিময়ে মিথ্য মামলা দিচ্ছে,অয়থা নিরিহ মানুষকে হয়রানি করছে,য়া আমি নিজে ভুক্তভুগি,আমার উপর আমার পরিবার চলে,উনার তো চিন্তা নেই,টাকা না দিতে পারলে মিথ্য মামলা দিচ্ছে,কে জাবে কার কাছে অবিয়োগ করতে,ধরেই বলে ওর নামে মামলা লেখ,লেখতে তো আর কারো কাছে জবাব দিতে হয় না ওনার,হয় টাকা না হয় মামলা,আর কত দিন,দম ফুরাইলে শেষ,এখন য়দি তার কাছে জানতেও জান য়ে কেন তার নামে মিথ্য মামলা দিলেন,তাও বিপদ অজান্তে আরও কত মামলা দিয়ে দেবে,উনার তো আসামি আর টাকার দরকার,এই দূনিয়া আপনাদের জন্য,আরাম আয়েশ করে নেন,
ভাই, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা রাজবাড়ীতে বসে এই সাইট চালাই। বিজ্ঞাপন নেই। আয় কম, তাই সক্ষমতা কম। তবে এটা ঠিক যে, আপনার চাহিদা নিশ্চিত করেই পুরণ হবে। আমরা এ নিয়ে কাজ করছি। হয়ে যাবে। আমাদের সঙ্গেই থাকবেন।
আমার লেখাটা plz আপনাদের পেজে দিন এতে হাজার যুবক বেচে যাবে।।।।।
রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোলাম মোস্তফা লাল (লাল বিশ্বাস) এর বড় ছেলে হান্নান বিশ্বাস একজন ইয়াবা ব্যাবসায়ি… যে সরাসরি মুক্ত ভাবে ইয়াবা ব্যাবসা করে ।।। তার কারণে এই ইউনিয়নের হাজার ও যুবক ছেলে তার জীবন শেষ করে দিছে ইয়াবার কাছে।।। রাজবাড়ী জেলার কোনো পুলিশ বাহ কোনো ব্যাক্তি এর বিরুদ্ধতা করতে ছে না… আমার মনে হচ্ছে পুলিশ প্রসাশন তাকে সাহায্য করতেছে তা না হলে হান্নান মুক্ত ভাবে ব্যাবসা করে কিভাবে।।।
আমার অনুরোধ সকল মানুষ এর কাছে আসেন আমরা হান্নান কে ইয়াবা ব্যাবসা থেকে সরায় নিয়ে আসি না হলে জেলে পাঠায় দিয়।।। যুব সমাজ কে বাচাতে হবে… এই হান্নান এর জন্য বহরপুর উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্র আজ ইয়াবা সেবন করে… আসুন আমার বিষয় টা ভালো করে দেখি… হান্নান কে যদি আমরা ভালোর পথে আনি তাইলে বহরপুর ভালো হয়ে যাবে ইনশ্আল্লাহ।।।
বরাবর,
রাজবাড়ী বার্তা সম্পাদক।
——- ————-‘————
জনাব,
হোমল্যান্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর রাজবাড়ী সদর থানার কর্মকর্তা
সুফিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ এনে মানব্বন্ধন কর্মসূচীপালন করেছেন ভুক্ত ভুগি বীমা গ্রাহকেরা ।
সংবাদটি আমার নজরে এসেছে। প্রকৃত ঘটনা উপস্থাপন করার জন্য আপনাকে তথা রাজবাড়ী বার্তা
কে ধন্যবাদ জানাচ্ছি।
কিন্তু জনাব দুঃখের বিষয় এই যে, অভিযুক্ত ব্যক্তি
নিয়মিত ভাবে উক্ত কোম্পানীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত ব্যক্তি দ্বারা-ই কি হোমল্যান্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর রাজবাড়ী জেলা অফিস পরিচালিত হচ্ছে? ।
নাকি আপনার প্রকাশিত সংবাদ মিথ্যা বলে বিবেচিত হয়েছে? ।
আমার বিশ্বাস সত্য সত্যই থাকে । সত্য কখনো মিথ্যার কাছে হেরে যায় না ।
ভাই আঃ করিম, আপনাকেও ধন্যবাদ। প্রথমত: আমাদের এই চেষ্টা আপনার চোখে পরেছে সেজন্য। দ্বিতীয়ত: আপনি আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেজন্য। আশা করছি, আমরা আপনার চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিতে পারবো। একজন প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে একজন রাজবাড়ীর প্রবাসী হিসেবে আপনাকে ও আপনাদেরকে নিয়ে আমরা গর্বিত। শুধু গর্বই নয়, আপনারা আমাদেরকে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।
আমরা আসলে সেটাই চেয়েছি, আপনাদেরকে রাজবাড়ী জেলার সর্বশেষ তথ্য পৌছে দিতে। কেননা আমরা জানি, আপনারা দূর দেশে বসে নিজের এলাকার সংবাদটুকু পেতে চান। কিন্তু জাতীয় দৈনিকগুলোতে রাজবাড়ীর মতো জেলার জন্য বরাদ্দ যে খুব বেশি না, সেটাও আপনারা জানেন। সেই বিষয়টি নজরে এসেছে আমাদেরও। আমরা তাই, আপনাদেরকে রাজবাড়ী ছোট-বড় সব ধরনের সংবাদ দিয়ে তথ্য-সমৃদ্ধ রাখতে চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, রাজবাড়ীর পাঁচ উপজেলার সর্বশেষ সংবাদ সবার আগে এখানেই পাবেন আপনারা। রাজবাড়ী বার্তায় আপনাকে ও আপনার মতো আরও যারা প্রবাসী তাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনার মাধ্যমে আমাদের খবর দ্রুতই আপনার পরিচিত সব প্রবাসীদের কাছে পৌছে যাবে।
গোয়ালন্দ থানার ওসি আশিকুর রহমান আশিক স্যার কোন অভিয়োগ তদন্ত না করে,টাকার বিনিময়ে মিথ্য মামলা দিচ্ছে,অয়থা নিরিহ মানুষকে হয়রানি করছে,য়া আমি নিজে ভুক্তভুগি,আমার উপর আমার পরিবার চলে,উনার তো চিন্তা নেই,টাকা না দিতে পারলে মিথ্য মামলা দিচ্ছে,কে জাবে কার কাছে অবিয়োগ করতে,ধরেই বলে ওর নামে মামলা লেখ,লেখতে তো আর কারো কাছে জবাব দিতে হয় না ওনার,হয় টাকা না হয় মামলা,আর কত দিন,দম ফুরাইলে শেষ,এখন য়দি তার কাছে জানতেও জান য়ে কেন তার নামে মিথ্য মামলা দিলেন,তাও বিপদ অজান্তে আরও কত মামলা দিয়ে দেবে,উনার তো আসামি আর টাকার দরকার,এই দূনিয়া আপনাদের জন্য,আরাম আয়েশ করে নেন,
আপনি যে অভিযাগ করছেন, তা প্রমানের দাবি রাখে।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আমার লেখা কয়েকটি কবিতা আছে। আপনাদের পত্রিকায় প্রকাশ করতে কি কি করতে হবে অনুগ্রহ করে যদি বলতেন তাহলে উপকৃত হতাম।
আমাদের ঠিকানা দেওয়া আছে পাঠিয়ে দিন। আমাদের এডিটর প্যানেলের কোন আপত্তি না থাকলে অবশ্যই ছাপা হবে। অগ্রিম ধন্যবাদ।
আমাদের ওয়েব সাইটের নিচে যোগাযোগের ঠিকানা আছে, পাঠিয়ে দেবেন। মানোত্তীর্ণ হলে প্রকাশিত হবে অবশ্যই।
আজ পর্যন্ত উপরোক্ত বিষয়ে কোন জবাব না পাইয়া আপনার বরাবর আবেদন রইল উপরোক্ত বিষয়ে আমাকে একটি মতামত দিয়ে সহযোগীতা দিবেন,,,
(এস,এম,হাবিবুল্লাহ্ সিদ্দিকী)
01711-571786
ভাই, আপনি ঠিক কী জানতে চান সেটা লেখা নেই। লিখলে জবাব দেওয়া যাবে। আপনি ভালো থাকবেন।
Why don’t create a apps for mobile version.
ভাই, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আমরা রাজবাড়ীতে বসে এই সাইট চালাই। বিজ্ঞাপন নেই। আয় কম, তাই সক্ষমতা কম। তবে এটা ঠিক যে, আপনার চাহিদা নিশ্চিত করেই পুরণ হবে। আমরা এ নিয়ে কাজ করছি। হয়ে যাবে। আমাদের সঙ্গেই থাকবেন।
আমার লেখাটা plz আপনাদের পেজে দিন এতে হাজার যুবক বেচে যাবে।।।।।
রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোলাম মোস্তফা লাল (লাল বিশ্বাস) এর বড় ছেলে হান্নান বিশ্বাস একজন ইয়াবা ব্যাবসায়ি… যে সরাসরি মুক্ত ভাবে ইয়াবা ব্যাবসা করে ।।। তার কারণে এই ইউনিয়নের হাজার ও যুবক ছেলে তার জীবন শেষ করে দিছে ইয়াবার কাছে।।। রাজবাড়ী জেলার কোনো পুলিশ বাহ কোনো ব্যাক্তি এর বিরুদ্ধতা করতে ছে না… আমার মনে হচ্ছে পুলিশ প্রসাশন তাকে সাহায্য করতেছে তা না হলে হান্নান মুক্ত ভাবে ব্যাবসা করে কিভাবে।।।
আমার অনুরোধ সকল মানুষ এর কাছে আসেন আমরা হান্নান কে ইয়াবা ব্যাবসা থেকে সরায় নিয়ে আসি না হলে জেলে পাঠায় দিয়।।। যুব সমাজ কে বাচাতে হবে… এই হান্নান এর জন্য বহরপুর উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্র আজ ইয়াবা সেবন করে… আসুন আমার বিষয় টা ভালো করে দেখি… হান্নান কে যদি আমরা ভালোর পথে আনি তাইলে বহরপুর ভালো হয়ে যাবে ইনশ্আল্লাহ।।।
বরাবর,
রাজবাড়ী বার্তা সম্পাদক।
——- ————-‘————
জনাব,
হোমল্যান্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর রাজবাড়ী সদর থানার কর্মকর্তা
সুফিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ এনে মানব্বন্ধন কর্মসূচীপালন করেছেন ভুক্ত ভুগি বীমা গ্রাহকেরা ।
সংবাদটি আমার নজরে এসেছে। প্রকৃত ঘটনা উপস্থাপন করার জন্য আপনাকে তথা রাজবাড়ী বার্তা
কে ধন্যবাদ জানাচ্ছি।
কিন্তু জনাব দুঃখের বিষয় এই যে, অভিযুক্ত ব্যক্তি
নিয়মিত ভাবে উক্ত কোম্পানীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত ব্যক্তি দ্বারা-ই কি হোমল্যান্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর রাজবাড়ী জেলা অফিস পরিচালিত হচ্ছে? ।
নাকি আপনার প্রকাশিত সংবাদ মিথ্যা বলে বিবেচিত হয়েছে? ।
আমার বিশ্বাস সত্য সত্যই থাকে । সত্য কখনো মিথ্যার কাছে হেরে যায় না ।
ধন্যবাদান্তে
(এস,এম,হাবীবুল্লাহ সিদ্দিকী)
সাবেক, বীমা কর্মকর্তা ।
হোমল্যান্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড।
বৃহত্তর ফরিদপুর অঞ্চল তথা রাজবাড়ী।
মোবাইল: –01711571786 &01911333366
Bangladeshlife1971@gmail.com
রাজবাড়ী। তারিখ:–৪এপ্রিল ২০১৭ ইং
স্যার, আপনাদের টাইপিং এ কিছু ভুল হয়ে থাকে, যদি সংশোধন করে পোষ্ট করেন, তাহলে পড়তে সুবিধা হয়
Nice and good. Thanks I like good luck
বাসী খবরের পাশাপাশি দিনের খবর দিনে দিলেই ভালো হয়।
দুঃখিত, আমরা চেষ্টা করছি আপনাদের তাৎক্ষণিক খবর পরিবেশনের। দীর্ঘদিন একটু ঢিমে তালে চলার পর এবার আমরা নতুন করে শুরু করেছি। আশা করি আপনাকে আশাহত করবো না।
রাজবাড়ী বার্তার জন্য রাজাড়ীর প্রবাসীদের পক্ষ্য থেকে শুভ কামনা। আশা করি আপনারা ভাল খবর পরিবেশন করবেন আমরা আপনাদের সাথে আছি..আাগামীর রাজবাড়ী বার্তার উজ্জল ভবিষ্যৎ কামনা করছি (প্রবাসী আঃ করিম)
ভাই আঃ করিম, আপনাকেও ধন্যবাদ। প্রথমত: আমাদের এই চেষ্টা আপনার চোখে পরেছে সেজন্য। দ্বিতীয়ত: আপনি আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেজন্য। আশা করছি, আমরা আপনার চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিতে পারবো। একজন প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে একজন রাজবাড়ীর প্রবাসী হিসেবে আপনাকে ও আপনাদেরকে নিয়ে আমরা গর্বিত। শুধু গর্বই নয়, আপনারা আমাদেরকে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ করেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।
আমরা আসলে সেটাই চেয়েছি, আপনাদেরকে রাজবাড়ী জেলার সর্বশেষ তথ্য পৌছে দিতে। কেননা আমরা জানি, আপনারা দূর দেশে বসে নিজের এলাকার সংবাদটুকু পেতে চান। কিন্তু জাতীয় দৈনিকগুলোতে রাজবাড়ীর মতো জেলার জন্য বরাদ্দ যে খুব বেশি না, সেটাও আপনারা জানেন। সেই বিষয়টি নজরে এসেছে আমাদেরও। আমরা তাই, আপনাদেরকে রাজবাড়ী ছোট-বড় সব ধরনের সংবাদ দিয়ে তথ্য-সমৃদ্ধ রাখতে চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, রাজবাড়ীর পাঁচ উপজেলার সর্বশেষ সংবাদ সবার আগে এখানেই পাবেন আপনারা। রাজবাড়ী বার্তায় আপনাকে ও আপনার মতো আরও যারা প্রবাসী তাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনার মাধ্যমে আমাদের খবর দ্রুতই আপনার পরিচিত সব প্রবাসীদের কাছে পৌছে যাবে।
রাজবাড়ী তে বিদ্যুৎ এর সমস্যা অনেক হচ্ছে।যখন তখন লোডশিডিং নিচ্ছে।
আপনাকে ধন্যবাদ।