কালুখালী থেকে ডাকাত সন্দেহে ৪ যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
গত মঙ্গলবার রাতে রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের সদস্যরা ডাকাত সন্দেহে চার জন যুবককে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, কালুখালী থানার এসআই অপূর্ব কুমারের নেতৃত্বে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের একটি ডাকাতি মামলার আসামীদের গ্রেপ্তারে গত মঙ্গলবার রাত ভর অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৩০), কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ভিটি গ্রামের হাসেন মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫), একই ইউনিয়নের বিবনগ্রামের দবির জোয়াদ্দারের ছেলে শাহাদত জোয়াদ্দার (২৫) এবং একই গ্রামের আনোয়ার মৃধার ছেলে ফারুক মৃধা (১৮) কে গ্রেপ্তার করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত ওসি ওয়াদুদ আলম জানান, গ্রেপ্তারকৃতদের গত বুধবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।