খানখানাপুর সুপার কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নজরুল ইসলাম :
গত সোমবার বিকালে রাজবাড়ীর খানখানাপুরে সুপার কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। ফাইনাল খেলায় ফরিদপুর জেলা বনাম মাগুরা জেলা দল অংশ গ্রহণ করে। এতে ২-০ গোলে ফরিদপুর জেলা দল মাগুরা জেলা দলকে পরাজিত করে।
স্থানীয় যুব সমাজের আয়োজনে খানখানাপুর কানাই কুন্ডর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার সমাপনী অনুষ্ঠানে এমপি কাজী কেরামত আলী ছাড়াও জেলা জাসদের সভাপতি আহম্মেদ নিজাম মন্টু, সদর উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, খানখানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লাল, মুক্তিযোদ্ধা আবু বকর বকাই, খানখানাপুর সুরাজ মোহিনী ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতিক আল আলম প্রমুখ বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন, রবিউল ইসলাম বাবু, মোঃ হারুন গাজী, আওয়াল।