পাংশা-কালুখালীর দক্ষিণাঞ্চলের ত্রাস উজ্জল গ্রেফতার
মাসুদ রেজা শিশির :
বিশেষ অভিযান পরিচালনা করে রাজবাড়ীর পাংশা-কালুখালীর দক্ষিণাঞ্চলের ত্রাস উজ্জল (৩৫) কে গ্রেফতারের করেছে। পাংশা থানা পুলিশ উপজেলার মৌরাট ইউপির বাগদুলী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে গত রবিবার সন্ধ্যা রাতে তাকে গ্রেপ্তার করে।
জানাযায়, উজ্জল কালুখালী উপজেলার শাওরাইল ইউপির কয়া গ্রামের মোঃ আহসান আলীর ছেলে। সে দির্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলার দক্ষিণাঞ্চলে ত্রাসের রাজত্বকায়েম করেছে। দক্ষিণাঞ্চলের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে অপরাধ জগত নিয়ন্ত্রন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মূর্তিমান আতংক হয়ে উঠেছিল। গত রবিবার সন্ধ্যা রাতে উজ্জল বাগদুলী এলাকায় তার দলবল নিয়ে অপরাধ জগতে অপকর্মের চেষ্টা করছিল এমন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। উজ্জলের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।