রাজবাড়ীতে দুই বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার
রাজবাড়ী বার্তা ডট কম :
গত বৃহস্পতিবার সকালে রাজবাড়ী পুলিশের সদস্যরা জেলা সদরের কালিনগর এলাকায় অভিযান পরিচালনা করে দুই বছরের সাজা প্রাপ্ত আসামী মালেক মন্ডলকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার কৃত মালেক মন্ডল জেলা সদরের কালিনগর এলাকার গিয়াস উদ্দিন মন্ডলের ছেলে। রাজবাড়ী থানা এএসআই সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি রাজবাড়ী থানা এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কালি নগর মালেক মন্ডলের বাড়ি থেকে গ্রেপ্তার করে। মালেক মন্ডলের নামে রাজবাড়ী থানায় জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের ব্রা¤œদিয়া গ্রামের মোঃ আলমগীর হোসেন চার লক্ষ টাকার প্রতারনার একটি মামলা ২০১৩ সালে দায়ের করেন। এরপর থেকেই সে পলাতক গত বছরের ৩ মার্চ আদালত মালেক মন্ডলের দুই বছরের কারাদন্ড প্রদান করে। আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।