গোয়ালন্দের দু’টি মন্দির পরিদর্শন করলেন ডিআইজি
রাজবাড়ী বার্তা ডট কম :
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দু’টি মন্দির পরিদর্শন করেছেন।
গোয়ালন্দ থানার ওসি এসএম শাহজালাল জানান, ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান গোয়ালন্দের বিন্দুপাড়া ও বালক সমিতির মন্দির দু’টি পরিদর্শন করেন। এ সময় উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদেও সভাপতি নির্মল চক্রবর্তী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদেও সভাপতিসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরিদর্শ শেষে তিনি রাজবাড়ী সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হন।
(Visited 12 times, 1 visits today)