রাজবাড়ীর একুশে মেলায় দু’টি বইয়ের মোড়ক উন্মোচন –
শেখ রনজু আহম্মেদ/ ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা শহরের শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে চলছে বই মেলা। আজ বুধবার সন্ধ্যায় এ মেলার মঞ্চে অনুষ্ঠিত হয়েছে কথা সাহিত্যিক মীর মশারফ হোসেনের জীবনী, তার লেখার ধরণ, বৈশিষ্ঠ্য, তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সালাম তাছিরের “নক্ষেত্রের নকশিকাঁথা” এবং মনোয়ার হোসেন মনিরের লেখা “চতুষ্পদাবলি ও স্বপ্নের কাব্য” নামক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক জিনাত আরা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা। বক্তৃতা করেন, সাবেক অধ্যক্ষ প্রফসর ড. ফকির আব্দুর রশিদ বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ। সঞ্চলানায় ছিলেন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।