রাজবাড়ীতে এলো কোলকাতার মহারানী কাশীশ্বরী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বাইসাইকেল র্যালী –

- Update Time : ১০:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
- / ৩৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দূষণমুক্ত বিশ্বনির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতিসম্মান জানাতে ভারতের কোলকাতার মহারানী কাশীশ্বরী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বাইসাইকেল র্যালী বের করেছেন। র্যালীটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরে এসে পৌছেছে। র্যালীটির নেতৃত্ব দিচ্ছেন, মহারানী কাশীশ্বরী কলেজের অধ্যক্ষ ড. শিলা চক্রবর্তী।
র্যালীতে রয়েছেন, ওই কলেজের শিক্ষক শ্যাম প্রসাদ রাম, সুভিমল দেব, দেবব্রত ভৌমিক, সৌমেন সরদার, শিক্ষার্থী তনুশ্রী আচার্য, রিয়া চক্রবর্তী, রিয়া দে, পামেলা মল্লিক এবং সোদপুর নাটাগর ফ্রেন্ডস এসোসিয়েশনের মেম্বর সয়াল বিশ্বাস।
মহারানী কাশীশ্বরী কলেজের ক্রীড়া শিক্ষক সুভিমল দেব বলেন, মহারানী কাশীশ্বরী কলেজ ও সোদপুর নাটাগর ফ্রেন্ডস এসোসিয়েশনের আয়োজনে তারা গত ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় মহারানী কাশীশ্বরী কলেজ থেকে রওনা দিয়েছেন। কোলকাতার বনগা, বাংলাদেশের যশোর সরকারী মহিলা কলেজ, মাগুরা সরকারী মহিলা কলেজ হয়ে গতকাল শুক্রবার সকালে তারা রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। তারা গতকাল সন্ধ্যায় রাতে রাজবাড়ীতে এসে পৌছান।
এই ভিডিও দেখতে চাইলে – ভিজিট করুন-
https://www.youtube.com/watch?v=JX8syXHHCxI
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়